Site icon Jamuna Television

নাটোরের পাসপোর্ট অফিসের তিন দালাল ও ২৩ মাদকসেবীকে কারাদণ্ড

স্টাফ রিপোর্টার, নাটোর
নাটোরের আঞ্চলিক পাসপোর্ট অফিসের তিন দালালকে ৪ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া মাদক সেবনের দায়ে আরো ২৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক আদনান চৌধুরি এই কারাদণ্ড প্রদান করেন।

আটককৃত তিন দালাল হচ্ছে, লালপুর উপজেলার শিবপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (৬৬), সদর উপজেলার মাদ্রাসা মোড় এলাকার জয়নুল আবেদীন এর ছেলে আমিরুল ইসলাম (২৮) এবং লালপুরের গোধরা এলাকার মোমিন প্রামানিকের ছেলে আশরাফুল ইসলাম (২৬)।

র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কমান্ডার মেজর শিবলী মোস্তফা জানান, নাটোর আঞ্চলিক পাসপোর্ট অফিসে দীর্ঘদিন ধরে বেশ কয়েকজন দালাল টাকার বিনিময়ে পাসপোর্ট করে দেওয়ার নামে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার পাশাপাশি হয়রানি করে আসছিল। মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পাসপোর্ট অফিসে অভিযান চালায় র‌্যাব সদস্যরা। এসময় আনোয়ার হোসেন, আমিরুল ইসলাম এবং আশরাফুল ইসলাম নামের তিন দালালকে আটক করে র‌্যাব-৫ এর ভ্রাম্যমাণ আদালত।
র‌্যাবের অপর এক অভিযানে শহরের স্টেশন বাজার এলাকায় ২৩ মাদকসেবীকে বিভিন্ন কারাদণ্ড প্রদান করা হয়।

Exit mobile version