Site icon Jamuna Television

প্রথম দিনে ‘নো টাইম টু ডাই’ এর আয় ৫৮ কোটি টাকা

প্রথম দিনে ‘নো টাইম টু ডাই’ এর আয় ৫৮ কোটি টাকা

ছবি: সংগৃহীত

সম্প্রতি মুক্তি পেয়েছে ২০০ মিলিয়ন ডলার বাজেটের সিনেমার ফ্র্যাঞ্চাইজি ‘নো টাইম টু ডাই’। যেখানে অভিনয় করেছেন ড্যানিয়েল ক্রেগ। আর এই সিনেমাটি মুক্তির পরই বক্স অফিসে তুলছে ঝড়।

২০০৬ সালে ‘ক্যাসিনো রয়্যাল’ দিয়ে ব্রিটিশ সিক্রেট এজেন্ট ‘জেমস বন্ড’ হিসেবে যাত্রা শুরু করেন ড্যানিয়েল ক্রেগ। এই ‘নো টাইম টু ডাই’ দিয়ে ১৫ বছরের যাত্রার ইতি টানলেন ক্রেগ।

সম্প্রতি সিনেমাটি মুক্তি পেয়েছে যুক্তরাজ্যে। মুক্তির প্রথম দিনে সিনেমাটি আয় করেছে পাঁচ মিলিয়ন পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫৮ কোটি টাকা।

করোনার কারণে বেশ কয়েকবার পিছিয়েছে সিনেমা মুক্তির তারিখ। তবে এই সিনেমাটি বক্স অফিসের প্রাণ ফেরাবে, এমনটাই আশা করছিলেন চলচ্চিত্র বিশেষজ্ঞরা।

ইউনিভার্সাল পিকচার্সের তরফ থেকে জানানো হয়েছে, ‘নো টাইম টু ডাই’ সিনেমাটি ২০১৫ সালের ‘স্পেক্টর’ এর তুলনায় ১৩ শতাংশ বেশি ব্যবসা করলেও ২০১২ সালের ‘স্কাইফল’-এর তুলনায় ২৬ শতাংশ কম ব্যবসা করেছে সিনেমাটি। তবে সিনেমা সংশ্লিষ্টদের মনে করছেন, এই সিনেমাটির ফ্র্যাঞ্চাইজি আগের সব সিনেমার আয়ের রেকর্ড ছাড়িয়ে যাবে।

এদিকে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের ৭৭২টি সিনেমা হলে মুক্তি পেয়েছে সিনেমাটি। এটিই যুক্তরাজ্যের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে ২০১৯ সালে ‘স্টার ওয়ার্স: রাইজ অব স্কাইওয়াকার’ মুক্তি পেয়েছিল ৭৪৭টি হলে। প্রথম দিনে সিনেমাটি দেখেছেন ৩০ হাজার দর্শক। প্রথম চারদিনের ১.৬ মিলিয়ন টিকেট অগ্রিম বিক্রি হয়ে গেছে।

সিনেমায় ক্রেগ ছাড়াও অভিনয় করেছেন লিয়া সিডাউক্স, নাওমি হ্যারিস, জেফরি রাইট, ক্রিসটোফ ওয়াল্টজ, ররি কিনিয়ারসহ অনেকে।

এনএনআর/

Exit mobile version