Site icon Jamuna Television

স্বামীর দ্বিতীয় বিয়ে, প্রথম স্ত্রীর আত্মহত্যা

প্রতীকী ছবি।

স্বামীর দ্বিতীয় বিয়ের সম্পর্ক মেনে নেননি প্রথম স্ত্রী খায়রুন নাহার। বনিবনা ছিল না বহুদিন ধরেই। প্রতিবাদ করায় নির্যাতনের শিকার হয়েছেন বলেও অভিযোগ জানান নারী ও শিশু নির্যাতন সেলে। তবে লাভ হয়নি তাতে। আর এসব নিয়ে পারিবারিক কলহের জেরে এক পর্যায়ে আত্মহত্যা করেন খায়রুন নাহার।

রোববার (৩ অক্টোবর) ভোররাতে আত্মহত্যা করেন কুমিল্লার খায়রুন নাহার। এ ঘটনায় প্রধান অভিযুক্ত স্বামী শাহ আলম পলাতক আছেন।

এর আগে গেল ১৭ জুন এক নারী ও তার পরিবারের হাতে নির্যাতনের শিকার হয়েছেন, এমনটাই থানায় অভিযোগ করেছিলেন তিনি। তবে গোপন করেছিলেন ওই নারীর সাথে তার স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্কের বিষয়টি। হিতে বিপরীত হয় তাতে। থানায় অভিযোগের পর শাহ আলম বিয়ে করেন ওই নারীকে। দ্বিতীয় বিয়েকে ঘিরে প্রায়ই খায়রুন ও শাহ আলম কলহে জড়াতেন বলে জানান স্বজনরা।

শনিবার রাতেও স্বামীর সাথে ঝগড়া করেছিলেন খায়রুন। পরে ভোররাতে সন্তানদের ঘুম ভাঙিয়ে জানান, বিষাক্ত কিছু খেয়েছেন তিনি। আর এতেই মৃত্যু হয় খায়রুনের।

খবর পেয়ে বাড়িতে উপস্থিত হয় পুলিশ। দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল্লাহ আল মামুন জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেলে নেয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর ঘটনার পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

জানা যায়, নারী ও শিশু নির্যাতন সেলে অভিযোগ বা বিভিন্ন সময়ে সামাজিকভাবে মীমাংসার চেষ্টায়ও সুফল পাননি খায়রুন নাহার।

Exit mobile version