Site icon Jamuna Television

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

আজ সোমবার (৪ অক্টোবর) শুরু হয়ে পরীক্ষা চলবে বুধবার পর্যন্ত। আজ সি ইউনিট বিজ্ঞান অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন তিন শিফটে সকাল সাড়ে ৯ থেকে সাড়ে ১০টা, দুপুর ১২টা থেকে ১টা ও বিকেল ৩ থেকে ৪টা পর্যন্ত পরীক্ষা হবে। প্রথম দিনে সি ইউনিটে ৪৪ হাজার ১৯৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশ নিচ্ছে।

পরীক্ষাকক্ষে কেবলমাত্র প্রবেশপত্র ও পরীক্ষা সংক্রান্ত উপকরণ ছাড়া সকল ইলেকট্রনিক যন্ত্র নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। ভর্তি পরীক্ষা চলাকালীন পরীক্ষা কক্ষসহ পুরো ক্যাম্পাস চার স্তর বিশিষ্ট নিরাপত্তাব্যবস্থায় মুড়ে দেয়া হয়েছে। চালু রয়েছে মোবাইল কোর্টের কার্যক্রম।

করোনা মহামারির ধকল সামলে ইতোমধ্যেই ভর্তি পরীক্ষা নেওয়া শুরু করেছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়। অক্টোবরের ১ তারিখ বিজ্ঞান অনুষদের পরীক্ষা দিয়ে ভর্তি যুদ্ধ শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এর পরের দিন সেখানে অনুষ্ঠিত হয় কলা অনুষদের পরীক্ষা।

Exit mobile version