Site icon Jamuna Television

রাখাইনে জরুরি অবস্থা জারি করবে মিয়ানমার

রাখাইনে শিগগিরই জরুরি অবস্থা ও মার্শাল ল’ জারি করতে যাচ্ছে মিয়ানমার সরকার। বুধবার রাতে, দেশটির প্রেসিডেন্টের উপস্থিতিতে উচ্চ পর্যায়ের এক বৈঠকে চূড়ান্ত হয় এই সিদ্ধান্ত।

প্রেসিডেন্ট তিন চ্যাও ছাড়াও বৈঠকে ছিলেন রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সুচি, দু’জন ভাইস প্রেসিডেন্ট, পার্লামেন্টের স্পিকার, সেনাপ্রধান এবং স্বরাষ্ট্রমন্ত্রী। এসময় রোহিঙ্গা সংকট নিয়ে সামগ্রিক চিত্র তুলে ধরেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। বলা হয়, জনসাধারণের ক্ষতি এড়িয়েই রাখাইনে পরিচালিত হবে সেনা অভিযান। এছাড়া, রাখাইন থেকে বাস্তুচ্যুত মানুষদের আশ্রয় ও সহায়তার ব্যাপারেও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। দেশটির হিসাবে, ২৫ আগস্ট থেকে চলা সহিংসতায় ২৭ হাজারের বেশি মানুষ গৃহহীন হয়েছে। নেইপিদো’র দাবি, এদের বেশিরভাগই আরকান স্যালভেশন আর্মির সদস্য।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version