Site icon Jamuna Television

ঘূর্ণিঝড় উপেক্ষা করে ওমান পৌঁছলো বাংলাদেশ দল

ছবি: সংগৃহীত

টি-২০ বিশ্বকাপ খেলতে ওমান পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ বাংলাদেশ সময় ভোর ৫ টা ১৪ মিনিটে মাস্কাট এয়ারপোর্টে পৌঁছান টাইগাররা।

এর আগে রোববার (৩ অক্টোবর) রাত ১০ টা ৪৫ মিনিটে ওমানের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা ছিলো বাংলাদেশ ক্রিকেট দলের। কিন্তু ঘূর্ণিঝড় শাহীনের কারনে দুই দফা পিছিয়ে রাত পৌনে ১টায় ওমানের উদ্দেশে রওনা হয় বাংলাদেশ দলকে বহনকারী বিমানটি।

ওমান পৌঁছে মাস্কাটের সানগ্রি লা হোটেলে উঠে আজ কোয়ারেন্টাইনে আছেন মাহমুদুল্লাহরা। করোনা পরীক্ষায় নেগেটিভ হয়ে কাল থেকে অনুশীলন শুরু করবে বাংলাদেশ। চলবে ৮ অক্টোবর পর্যন্ত। এরপর শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের সাথে প্রস্তুতি ম্যাচ খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাবে টাইগাররা।

উল্লেখ্য, দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য অলরাউন্ডার সাকিব আল হাসান ও পেসার মোস্তাফিজুর রহমান আইপিএল উপলক্ষে এখন দুবাইতে অবস্থান করছেন। খুব শীঘ্রই তারা ওমানে গিয়ে দলের সাথে যোগ দেবেন। আর ওপেনার লিটন দাস একদিন আগেই সস্ত্রীক পৌঁছেছেন ওমানে।

Exit mobile version