Site icon Jamuna Television

দ্বিতীয় সন্তানের মা হলেন নেহা ধুপিয়া

দ্বিতীয় সন্তানের মা হলেন নেহা ধুপিয়া

ছবি: সংগৃহীত

দ্বিতীয়বারের মতো মা হলেন বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া। কন্যা মেহর পর এবার পুত্রসন্তানের মা হলেন তিনি। এই সুখবর জানিয়েছেন নেহার স্বামী অভিনেতা অঙ্গদ বেদি। ইনস্টাগ্রামে তার ও নেহার অন্তঃসত্ত্বাকালীন একটি ছবি পোস্ট করে অঙ্গদ জানান, রোববার তাদের একটি পুত্রসন্তান হয়েছে।

অভিনেতা অঙ্গদ বেদির পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন

সেই পোস্টে অঙ্গদ লেখেন, তিনি সর্বশক্তিমান, আজ একটি পুত্রসন্তান দিয়ে আমাদের কোল আলো করলেন। নেহা আর সন্তান দুজনই ভালো আছে। মেহেরও প্রস্তুত তার ‘বেবি’ টাইটেলের ভাগ ভাইকে দিয়ে দিতে। এই যাত্রায় একজন লড়াকু হিসেবে থাকার জন্য নেহাকে অনেক ধন্যবাদ। আমাদের চারজনের জন্য একটি স্মরণীয় মুহূর্ত হয়ে থাক দিনটি।

এই খবর জানানোর পর সেই পোস্টের মন্তব্যের ঘর ভরে গেছে শুভেচ্ছায়। ২০১৮ সালের মে মাসে দিল্লির এক গুরুদ্বারে বিয়ে করেন নেহা ও অঙ্গদ। বিয়ের ছয় মাসের মধ্যে মেয়ে মেহেরের জন্ম হয়। সেই সময় জোর চর্চাও চলে বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হন অভিনেত্রী। তবে সেই চর্চার সত্যতা অস্বীকার করেননি নেহা। গত জুলাই মাসে একটি ফটোশুটের মাধ্যমে দ্বিতীয় সন্তান আসার কথা জানিয়েছিলেন নেহা।

এনএনআর/

Exit mobile version