Site icon Jamuna Television

হিলি স্থলবন্দরে মৃত ভারতীয় ট্রাক চালকের মরদেহ হস্তান্তর

হিলি প্রতিনিধি:

দিনাজপুরের হিলি স্থলবন্দরে অসুস্থতাজনিত কারণে নিহত ভারতীয় ট্রাক চালক প্রসনজিত বসু’র লাশ ময়নাতদন্ত শেষে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

রোববার (৩ অক্টোবর) রাত ১০টায় হিলি ইমিগ্রেশন কর্তৃপক্ষ সীমান্তের জিরোপয়েন্ট গেটে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে এই লাশ হস্তান্তর করে। এছাড়াও ভারত থেকে পণ্য নিয়ে আসা ট্রাকটিও ভারতে ফেরত পাঠানো হয়।

এসময় হাকিমপুর থানা অফিসার ইন-চার্জ খায়রুল বাসার শামিম, হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, পানামা হিলি পোর্টের সহকারী ব্যবস্থাপক অসিত কুমার স্যানালসহ উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনি বিজিবি ও বিএসএফ সদস্যরা উপস্থিত ছিলেন।

Exit mobile version