Site icon Jamuna Television

‘ইসির ব্যর্থতা ও সরকারের সদিচ্ছার অভাবে সুষ্ঠু নির্বাচন হচ্ছে না’

নির্বাচন কমিশনের ব্যর্থতা এবং সরকারের সদিচ্ছার অভাবে সুষ্ঠু নির্বাচন হচ্ছে না। তাছাড়া সার্চ কমিটির মাধ্যমে যে নির্বাচন কমিশন গঠনের কথা বলছে সরকার, তার ওপর ভরসা রাখা যায় না। এমন মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হাফিজউদ্দিন আহমেদ।

সোমবার (৪ অক্টোবর) দুপুরে সুজন আয়োজিত ‘নির্বাচন কমিশন গঠনে আইন’ শীর্ষক ভার্চুয়াল এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, সার্চ কমিটি যাতে না হয় সেজন্য জোর আন্দোলন করতে হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য সাংবিধানিকভাবে গঠন করতে হবে ইসি, করতে হবে নতুন আইন।

এসময় সরকার চাইলে আইন পাশ কোনো ব্যাপার নয় বলে মত দেন সংবিধান বিশেষজ্ঞ শাহদীন মালিক। তিনি বলেন, আইন অনুযায়ী রাষ্ট্রপতির সার্চ কমিটি গঠনের কোনো ক্ষমতা নেই। ওই আলোচনা সভায় ডা. জাফরুল্লাহ চৌধুরী দুবছরের জন্য জাতীয় সরকার গঠনের পরামর্শ দেন।

Exit mobile version