Site icon Jamuna Television

ই-কমার্স প্রতিষ্ঠান এসপিসি ওয়ার্ল্ডের সিইও ও পরিচালক গ্রেফতার

ই-কমার্স প্রতিষ্ঠান এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেসের সিইও আল আমিন ও পরিচালক শারমিন আক্তারকে গ্রেফতার করেছে সিআইডি। রোববার সন্ধ্যায় রাজধানীর বেইলি রোড থেকে তাদের গ্রেফতার করা হয়।

সোমবার (৩ অক্টোবর) গণমাধ্যমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. আজাদ রহমান।

সিআইডি জানায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন চটকদার বিজ্ঞাপন দিয়ে পণ্য বিক্রি করে আসছিলো প্রতিষ্ঠানটি। কিন্তু শর্ত ভঙ্গের অভিযোগে বিভিন্ন থানায় এসপিসি ওয়ার্ল্ডের মালিকের বিরুদ্ধে চারটি মামলা হয়।

পুলিশ জানিয়েছে, আল আমিন একসময় ডেসটিনির উচ্চ পর্যায়ের প্রশিক্ষক ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, প্রতিষ্ঠানটির বর্তমান গ্রাহক সংখ্যা প্রায় এক কোটি। এসপিসি ওয়ার্ল্ডের মাধ্যমে ২২ কোটি টাকা আত্মসাৎ হয়েছে বলেও সিআইডির ব্রিফিংয়ে জানানো হয়।

Exit mobile version