Site icon Jamuna Television

নড়াইলে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন

নড়াইলের কালিয়া উপজেলার পহরডাঙ্গা ইউনিয়ন ভূমি কর্মকর্তা মাহামুদ মোল্যার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।

সোমবার (৪ অক্টোবর) দুপুরে পরহডাঙ্গা এলাকায় এসব কর্মসূচি পালিত হয়। এসময় বক্তব্য রাখেন মূলশ্রী গ্রামের ভুক্তভোগী তহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা শামছুল শেখ, নান্টু কাজী, মামুন শেখ, মুলশ্রী ফাউন্ডেশনের সভাপতি জাকির শিকদারসহ অনেকে।

বক্তারা বলেন, কালিয়া উপজেলার পহরডাঙ্গা ইউনিয়ন ভূমি কর্মকর্তা মাহামুদ মোল্যার বিরুদ্ধে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। তিনি দীর্ঘদিন ধরে জমির দাখিলা বাবদ জমির মালিকদের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে থাকেন। এছাড়া দায়িত্বে অবহেলারও অভিযোগ করেন তারা।

একাধিকবার বিষয়টি এসিল্যান্ড, ইউএনও এবং জেলা প্রশাসককে অবগত করা হলেও ইউনিয়ন ভূমি কর্মকর্তা মাহামুদ মোল্যার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। তার অপসারণ দাবি করেন ভুক্তভোগী এলাকাবাসী।

Exit mobile version