Site icon Jamuna Television

শিক্ষিকাকে নগ্ন শরীর প্রদর্শন, স্কুল সভাপতির জেল

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় নগ্ন হয়ে স্কুল শিক্ষিকাকে শরীর প্রদর্শনের দায়ে স্কুল পরিচালনা কমিটির সভপতিকে ৬ মাসের জেল দেয়া হয়েছে। উখিয়ার উপজেলার জালিয়া পালং ইউনিয়নের পূর্ব পাইন্যাশিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।

আজ বেলা ১২টায় উখিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট একরামুল ছিদ্দিকের আদালত এই সাজা প্রদান করে। সাজাপ্রাপ্ত স্কুল সভাপতি দিনেশ বড়ুয়া জালিয়া পালং ইউনিয়নের পাইন্যাশিয়া গ্রামের উদয় বড়ুয়ার পুত্র ।

স্কুল শিক্ষিকা মাসিকা বড়ুয়া অভিযোগ করেন, গত ১১ ফেব্রুয়ারি স্কুল চলাকালীন সময়ে স্কুল মাঠের নলকুপে সভাপতি দিনেশ অর্ধ নগ্ন হয়ে গোসল করছিল। এতে শিক্ষার্থী ও শিক্ষিকারা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে। তিনি সভাপতি দিনেশকে আপত্তিকর ভাবে গোসলে নিষেধ করতে যান। এতে দিনেশ বড়ুয়া ক্ষিপ্ত হয়ে তাকে অশালীন ভাষায় গালমন্দ করতে থাকেন। এক পর্যায়ে স্কুল পরিচালনা কমিটির সভাপতি দিনেশ নিজের লুঙ্গি খুলে নগ্ন শরীর প্রদর্শন করে।

এ ঘটনায় পাইন্যাশিয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাগণ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে সভাপতি দিনেশকে আদালত সাজা প্রদান করেন।

Exit mobile version