Site icon Jamuna Television

বিয়ের প্রলোভন দেখিয়ে এক বছর ধরে স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

ফাইল ছবি।

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বুড়িরচর ইউনিয়নে এক স্কুলছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগে ইসমাইল হোসেন বাবুল (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (৪ অক্টোবর) দুপুরে ওই ছাত্রীর বাবার অভিযোগের ভিত্তিতে সাগরিয়া বাজার থেকে বাবুলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইসমাইল হোসেন বাবুল বুড়িরচর ইউনিয়নের জয়নাল আবেদীনের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, বিয়ের প্রলোভন দেখিয়ে গত এক বছরে একাধিকবার ওই ছাত্রীকে ধর্ষণ করে বাবুল। সবশেষ গত শনিবার (২ অক্টোবর) রাতে ওই ছাত্রীর বাড়িতে এসে তাদের বসতঘরে জোরপূর্বক পুনরায় ধর্ষণ করে সে। এসময় ছাত্রীর চিৎকারে পরিবারের সদস্যরা এগিয়ে আসলে পালিয়ে যায় বাবুল।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, ছাত্রীর বাবার মৌখিক অভিযোগের ভিত্তিতে দ্রুত সময়ের মধ্যে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আসামীকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

Exit mobile version