Site icon Jamuna Television

আঠারোর নিচে করোনা টিকা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি।

১৮ বছরের কম বয়সীদের করোনাভাইরাসের টিকা দেয়ার বিষয়ে টেকনিক্যাল বিষয়গুলো খতিয়ে দেখতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৪ অক্টোবর) মন্ত্রিসভা বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ভ্যাকসিনের বিষয়ে বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী এ ব্যাপারে নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, আমরাতো ১৮ বছর পর্যন্ত দিচ্ছি। এর চেয়ে কম বয়সীদের দেওয়া যায় কিনা এ ব‌্যাপারে টেকনিক্যাল বিষয়গুলো খতিয়ে দেখতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার এ বৈঠকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা যোগ দেন। মন্ত্রিপরিষদ সচিব ব্রিফিংয়ে আরও বলেন, শুরুতে ৫৫ বছর বয়সীদের টিকার জন্য নিবন্ধন করার অনুমোদন দেওয়া হয়েছিল। পরে তা কমিয়ে ৪০ বছর করা হয়। তৃতীয় দফায় কমিয়ে ৩৫ বছর করা হয়। চতুর্থ দফায় তা আরও কমিয়ে ৩০ বছর করা হয়। এরপর তা আরও কমিয়ে ২৫ বছর করা হয়। এরপর বয়সের সীমা আরও কমানো হয়। বর্তমানে ১৮ বছর বয়সী শিক্ষার্থীরা করোনার টিকা নিতে পারছেন।

উল্লেখ্য, ১৯ আগস্ট থেকে সুরক্ষা অ্যাপে ১৮ বছর বা তদূর্ধ্ব শিক্ষার্থীরা টিকার জন্য নিবন্ধন করতে পারছেন।

Exit mobile version