Site icon Jamuna Television

ইয়াসিনের গোলে সমতায় ফিরলো বাংলাদেশ

ছবি: সংগৃহীত

ইয়াসিন আরাফাতের গোলে সমতায় ফিরলো বাংলাদেশ। খেলার ৭৪ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান ইয়াসিন আরাফাত। খেলার ৫৪ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বিশ্বনাথ ঘোষ। এরপর থেকে ১০ জনের বাংলাদেশ লড়াই চালিয়ে যায়।

এর আগে সুনীল ছেত্রীর গোলে পিছিয়ে ছিল বাংলাদেশ। ভারতীয় অধিনায়ক খেলার ২৬ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন।

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি বাংলাদেশ। সোমবার মালদ্বীপের রাজধানী মালের জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৫টায় খেলাটি শুরু হয়। খেলাটি টি স্পোর্টস সরাসরি সম্প্রচার করছে।

প্রসঙ্গত, সাফের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১-০ গোলে জয়ে শুভ সূচনা করে বাংলাদেশ।

ইউএইচ/

Exit mobile version