Site icon Jamuna Television

অক্টোবরের মধ্যেই সবগুলো বিশ্ববিদ্যালয় খুলতে পারে: শিক্ষামন্ত্রী

ছবি: সংগৃহীত।

চলতি মাসের মধ্যেই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে বলে আশো প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। সোমবার (৪ অক্টোবর) মন্ত্রিসভার বৈঠকে এ কথা বলেন তিনি।

করোনা সংক্রমণ নিম্নমুখী হওয়ায় গত ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে। এর পরদিন ১৩ সেপ্টেম্বর খুলেছে মেডিকেল কলেজগুলোও। এর মধ্যে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় কার্যক্রম শুরু করেছে। চলতি মাসে অন্তত ২২টি বিশ্ববিদ্যালয় খোলার কথা রয়েছে। এরপরও দেশের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ই এখন বন্ধ।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে আলোচনার এক পর্যায়ে উঠে আসে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রসঙ্গ। বিশ্ববিদ্যালয়গুলো খুলতে দেরি হচ্ছে কেনও, মন্ত্রীসভার এমন প্রশ্নে শিক্ষামন্ত্রী জানান, চলতি মাসের মধ্যেই সবগুলো বিশ্ববিদ্যালয় খোলা হবে।

উল্লেখ্য, বর্তমানে দেশে ৫১টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও ১০৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৩৯টিতে ‘ইন ক্যাম্পাস’ পড়ানো হয়। তবে করোনার কারণে দীর্ঘদিন ধরে বন্ধ এসব বিশ্ববিদ্যালয়। একই সাথে বন্ধ হলগুলোও। দীর্ঘদিন বন্ধ থাকার কারণে হলগুলোতে ছাত্র-ছাত্রীদের ব্যবহার্য জিনিসপত্র এখন কি অবস্থায় আছে, তা খতিয়ে দেখার জন্যই বিশ্ববিদ্যালয় খুলতে দেরি হচ্ছে বলে মনে করছেন অনেকে।

Exit mobile version