Site icon Jamuna Television

চা এক কাপ, এসি লাইট অফ; খরচ কমাচ্ছেন রমিজ রাজা

খরচ কমাতে মরিয়া পিসিবি প্রেসিডেন্ট রমিজ রাজা। ছবি: সংগৃহীত

খরচ কমাতে চা কম খাওয়ার পরামর্শ দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজা। এর সাথে কক্ষ থেকে বের হওয়ার সময় এসি ও লাইট বন্ধ করার উপরেও জোর দিচ্ছেন রমিজ রাজা।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পিসিবির কর্মকর্তাদের সাথে এক সংবাদ সম্মেলনে এ কথাগুলো বলেন রমিজ রাজা। দলের র‍্যাঙ্কিং বাড়ানোর জন্য পিসিবি বোর্ডের খরচ কমানোর দিকে বেশি নজর দিচ্ছেন কিছুদিন আগেই দায়িত্ব পাওয়া এই চেয়ারম্যান। পিসিবির কর্মকর্তাদের উদ্দেশ্য করে রমিজ রাজা বলেন, দুই কাপ চায়ের জায়গায় খেতে হবে এক কাপ। এসির ব্যবহার কমাতে হবে এবং অফিস থেকে বের হওয়ার সময় অবশ্যই লাইট বন্ধ করতে হবে।

সেই সাথে পাকিস্তান দলকে বিশ্বের ১ নম্বর করতে মরিয়া ১৯৯২ সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্য রমিজ রাজা বলেন, পাকিস্তানকে বিশ্বের সেরা দল হিসেবে প্রতিষ্ঠিত করতে না পারলে বোর্ডে বসে থাকার তো কোনো অর্থ হয় না। প্রধানমন্ত্রী ইমরান খানকে দেখে আমরা শিখতে পারি কীভাবে খরচ কমাতে হয়।

Exit mobile version