Site icon Jamuna Television

আটক অবস্থায় ঘর ঝাড়ু দিলেন প্রিয়াংকা গান্ধী

আটক অবস্থায় ঘর ঝাড়ু দিচ্ছেন প্রিয়াংকা গান্ধী। ছবি: সংগৃহীত

আটক অবস্থায় ঘর ঝাড়ু দিয়ে আলোচনার জন্ম দিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াংকা গান্ধী। গত রোববার (৩ অক্টোবর) রাতে সরকারি গেস্ট হাউসের রুম ঝাড়ু দেয়ার ভিডিও এরই মধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

কংগ্রেস নেতাকর্মীদের দাবি, নোংরা ঘরে রাখা হয়েছিল প্রিয়াংকাকে। পরে ঘর পরিষ্কারে নিজেই হাতে তুলে নেন ঝাড়ু। ভারতীয় গণমাধ্যমকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নেত্রী নিজেও। জানান, বরাবরই পরিচ্ছন্ন ঘরে থাকতেই পছন্দ করেন তিনি।

এর আগে, কৃষক আন্দোলনে সহিংসতায় নিহত কৃষকদের পরিবারের সাথে সাক্ষাৎ করতে উত্তর প্রদেশে পৌঁছান প্রিয়াঙ্কা গান্ধী। প্রদেশের রাজধানী লখনৌ থেকে লাখিমপুর খেরির উদ্দেশ্যে রওনা দিলে পুলিশি বাধার মুখে পড়েন তিনি। এক পর্যায়ে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় প্রিয়াঙ্কাকে। রাখা হয় সীতাপুর জেলার একটি গেস্ট হাউসে। আটকের প্রতিবাদে সোমবার সকালে অনশনও করেন কংগ্রেসের এ নেত্রী।

Exit mobile version