Site icon Jamuna Television

লন্ডনে বঙ্গবন্ধুর নাতনির গাড়িতে হামলা

টিউলিপ সিদ্দিক। ছবি: সংগৃহীত

লন্ডনে বঙ্গবন্ধুর নাতনি এবং ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের গাড়িতে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বর্তমানে পুলিশ প্রহরায় নিরাপদে আছেন তিনি। গত রোববার (৩ অক্টোবর) ব্রিটিশ গণমাধ্যমগুলোকে জানান, এ ঘটনায় তিনি ভীত নন।

টিউলিপের বক্তব্য অনুসারে, বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে লন্ডনে তার বাড়ির সামনে রাখা গাড়িতে ভাংচুর চালানো হয়। গাড়ির ছাদে রাজনৈতিক বার্তা রেখে যায় হামলাকারীরা। অবশ্য, তাতে কী লেখা ছিল সেটি প্রকাশ করেননি তিনি। তবে, ভেতরের কিছু চুরি না যাওয়ায় একে উদ্দেশ্যেপ্রণোদিত হামলা বলে মনে করছেন টিউলিপ সিদ্দিক।

এর আগেই, ব্রাইটনে হওয়া লেবার পার্টির কনফারেন্স শেষে তিনি বাড়ি ফেরেন। ঘটনার পর হাউস অব কমন্সের স্পিকারসহ বিভিন্ন রাজনীতিক এবং লেবার পার্টির শীর্ষ নেতারা তার খোঁজখবর নেন। ২০১৫ সালে, প্রথমবার হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন এলাকা থেকে ব্রিটিশ কংগ্রেসের এমপি নির্বাচিত হন টিউলিপ। এ ঘটনায়, তার নির্বাচনী এলাকার মানুষরাও উদ্বিগ্ন।

Exit mobile version