Site icon Jamuna Television

বেতনের টাকা উঠিয়েই বুথের ভিতর তরুণীর নাচ (ভিডিও)

ছবি: সংগৃহীত।

টাকা কার না ভালো লাগে? টাকা ছাড়া এই বিশ্বে কোনও কিছু করা সম্ভব না। তাই তো সারা বিশ্বের মানুষ টাকা আয়ের জন্য ব্যস্ত থাকছেন প্রতিটা মুহুর্ত। মাস শেষে যখন পরিশ্রমের অর্থ ব্যাংক অ্যাকাউন্টে  ঢুকে তখন তো আন্দের সীমা থাকে না। 

কিন্তু সেই আনন্দে এটিএম বুথের ভেতরই কেউ নাচানাচি শুরু করে দিয়েছেন, এমন ঘটনা খুব একটা দেখা যায় না। তবে সম্প্রতি এটিএম বুথের ভেতরে নাচানাচি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছেন এক তরুণী।

ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়া তরুণীর ওই ভিডিওতে দেখা যায়, একটি বুথের ভেতর টাকা তোলার মেশিনে কার্ড ঢোকানোর পরপরই নাচ শুরু করে দেন এক তরুণী।

মেশিন থেকে টাকা বের হতে দেখে তার খুশি বেড়ে যায় আরও কয়েকগুণ। মেশিন থেকে টাকা তুলে হাতে নেয়ার পর আরেক দফা নাচেন মেয়েটি। সবশেষ মাথা নিচু করে টাকা দেয়া মেশিনকে সম্মানও জানান তিনি।

https://www.youtube.com/watch?v=ID-V56ksaCQ
Exit mobile version