Site icon Jamuna Television

ওয়ার্নারের বাদ পড়ার পিছনে অন্য কারণ দেখছেন মাঞ্জরেকার

ছবি: সংগৃহীত

আইপিএলের বিগত মৌসুমগুলোতে ডেভিড ওয়ার্নারের পারফরমেন্স অবিশ্বাস্য। দলের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন এই অস্ট্রেলিয়ানই। কিন্তু চলতি আইপিএল মৌসুমটা একেবারেই ভাল কাটছে না তার। একে তো নিজের ব্যাটে রান নেই। তার উপর তার অধিনায়কত্বে দলও ছিল পয়েন্ট টেবিলের একদম তলানিতে। ওয়ার্নারও জানিয়ে দিয়েছেন দলের হয়ে এই মৌসুমে আর খেলবেন না।

বিষয়টি একেবারেই ভালভাবে দেখেননি ভারতের সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার। এক ক্রিকেট ওয়েবসাইটে তিনি বলেন, আইপিএলে রান না করার জন্য না বরং অন্য কারণেই দল থেকে বাদ পড়েছেন ওয়ার্নার। আইপিএলে গত কয়েক বছরে তার রান অবিশ্বাস্য। টুর্নামেন্টের অন্যতম সেরা ব্যাটার ও। সূত্র: আনন্দবাজার।

তিনি আরও উল্লেখ করেন, শীঘ্রই ফর্মে ফিরতো ওয়ার্নার। রান না করা ওর বাদ পড়ার পিছনে কারণ হতে পারে না। নিশ্চয়ই অন্য কোন গন্ডগোল আছে।

আইপিএলে ১৫০ ম্যাচ খেলে পাঁচ হাজারের ওপরে রান করেছেন ওয়ার্নার। এর মধ্য ৫০ টি হাফসেঞ্চুরি ছাড়াও রয়েছে ৪ টি দুর্দান্ত সেঞ্চুরির মার। যা দারুণ কিছুরই নিদর্শন।

Exit mobile version