Site icon Jamuna Television

সচল সামাজিক যোগাযোগমাধ্যম; নিজ অ্যাকাউন্ট থেকে জাকারবার্গের ক্ষমা প্রার্থনা

সচল সামাজিক যোগাযোগমাধ্যম; নিজ অ্যাকাউন্ট থেকে জাকারবার্গের ক্ষমা প্রার্থণা

ছবি: সংগৃহীত

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো দীর্ঘসময় অচল থেকে সক্রিয় হওয়ার পর ব্যবহারকারীদের কাছে দুঃখ প্রকাশ করলেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।

সাইটগুলো সচল হওয়ার পরই, নিজ ফেসবুক অ্যাকাউন্ট থেকে বার্তা পোস্ট করেন তিনি। বলেন, পরস্পরের সাথে যোগাযোগ রক্ষায় সাইটগুলোর ওপর আস্থাশীল বহু ব্যবহারকারী। তাদের বিশ্বাসভঙ্গ এবং বিলম্বিত সেবা প্রদানের জন্যেই তার এই দুঃখ প্রকাশ। তবে কেনো বিশ্বব্যাপী যোগাযোগ মাধ্যমে এই বিঘ্ন ঘটলো, সে সম্পর্কে কিছু জানানো হয়নি পোস্টগুলোয়।

আরও পড়ুন: প্রায় ৭ ঘণ্টা পর চালু হলো ফেসবুকের সেবা

বিশ্বের সাড়ে ৩ বিলিয়ন মানুষ ব্যবহার করেন ফেসবুক। বন্ধ থাকার কারণে ক্ষতির মুখে পড়েছে অনলাইন নির্ভর কোটি কোটি ডলারের ব্যবসা। সোমবারই পুঁজিবাজারে ফেসবুকের শেয়ারের দরপতন ঘটে ৫ শতাংশ। যার ফলে আধাবেলায় ৬০০ কোটি ডলারের বেশি সম্পদ খোয়ালেন মার্ক জাকারবার্গ।

এনএনআর/

Exit mobile version