Site icon Jamuna Television

অবশেষে খুললো ঢাবির আবাসিক হল, থাকছে না গণরুম

দেড় বছর বন্ধ থাকার পর খুলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল।

করোনা মহামারির কারণে দেড় বছর বন্ধ থাকার পর অবশেষে খুলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল।

মঙ্গলবার সকাল থেকে ক্যাম্পাসের হলগুলোতে আসতে শুরু করেছেন বিভিন্ন জেলার শিক্ষার্থীরা। গতকাল পর্যন্ত হলগুলোতে এসে পৌঁছায় বেশিরভাগ শিক্ষার্থী।

সকালে বিজয় একাত্তর হল পরিদর্শন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান। এ সময় তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী অন্তত প্রথম ডোজ টিকা নিয়েছেন তারা টিকা কার্ড দেখিয়ে হলে প্রবেশ করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের জীবন মান উন্নয়ন করা হবে বলেও জানান তিনি।

উপাচার্য বলেন, হল খোলার পরে ক্লাস, পরীক্ষা ও করোনা সংক্রমণ বাড়া কমার ওপর ইস্যুতে সিদ্ধান্তগুলো পরবর্তীতে সবার সাথে আলোচনা করে নেয়া হবে। আবাসিক হলগুলোতে আর গণরুম থাকছে না বলেও জানান তিনি।

ইউএইচ/

Exit mobile version