Site icon Jamuna Television

রাবিতে পরীক্ষা চলাকালে এক ভর্তিচ্ছু অসুস্থ

সোমবারের পরীক্ষার্থীদের একাংশ।

২০২০-২০২১ সেশনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক প্রথম বর্ষে চলমান ভর্তি পরীক্ষার সময় জাহিদুল ইসলাম নামে এক ভর্তিচ্ছু গুরুতর অসুস্থ হয়ে পড়েছে।

মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে প্রথম শিফটের পরীক্ষার সময় এ ঘটনা ঘটে। পরবর্তীতে ওই শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেয় রাবি মেডিকেল টিম। কিন্তু অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। অসুস্থ জাহিদুল ইসলাম আনসার আলী এবং আমিনা বেগমের সন্তান। ভর্তি পরীক্ষা তার রোল নম্বর ছিল ১৬১৯৪।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সকাল ১০ টার সময় জগদীশ চন্দ্র বসু একাডেমিক বিজ্ঞান ভবনের ২য় তলায় রুম নম্বর ২১৮ তে পরীক্ষা দিচ্ছিলেন জাহিদুল ইসলাম। হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে রাবি মেডিকেল টিম প্রাথমিক চিকিৎসা দেয়। বর্তমানে তিনি রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Exit mobile version