Site icon Jamuna Television

ওমানে অনুশীলন করবে টাইগাররা

ওমানে আজ অনুশীলন করার কথা বাংলাদেশের।

আজ ওমানে প্রথমবার অনুশীলনে নামার কথা বাংলাদেশের। একদিনের কোয়ারেন্টাইন শেষে এখানে টানা চারদিন অনুশীলন করবে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

তার আগে প্রত্যেকের করা হয়েছে করোনা পরীক্ষা। ফলাফল নেগেটিভ আসলেই কেবল অনুশীলন করার সুযোগ পাবেন ক্রিকেটাররা। দলের সাথে যোগ দেয়ার কথা সব বিদেশি কোচিং স্টাফেরও।

এই অনুশীলন ক্যাম্প আয়োজন করা হয়েছে বিসিবির নিজস্ব অর্থায়নে। এরপর ৯ অক্টোবর শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের সাথে প্রস্তুতি ম্যাচ খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাবে টাইগাররা। এর আগে, গতকাল ওমান পৌঁছে মাস্কাটের সানগ্রি লা হোটেলে উঠে টাইগাররা।

এম ই/

Exit mobile version