Site icon Jamuna Television

‘এবারও দুর্গাপূজার আয়োজন সীমিত পরিসরে’

করোনা মহামারীর মধ্যে এবারও শারদীয় দুর্গাপূজার আয়োজন সীমিত পরিসরে হবে বলে জানায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।

মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দির মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা জানানো হয়।

এবার শারদীয় দুর্গোৎসবে বিজয়া দশমী শুক্রবার, তাই জুম্মার নামাজের সময় প্রতিমা বিসর্জন পরিহার করার আহ্বান জানানো হয়। দুর্গাপূজায় ৩ দিনের ছুটির পুরনো দাবিসহ আরও ১০ দফা দাবি তুলে ধরা হয়। সারাদেশে এ বছর গতবারের চেয়ে এবার ১হাজার ৯০৫টি পূজা মণ্ডপ বেশি স্থাপন করা হচ্ছে। এবার দেবীর্দূগা পৃথিবীতে আসবেন ঘোড়ায় চড়ে, দোলায় চড়ে যাবেন।

Exit mobile version