Site icon Jamuna Television

ই-কমার্স আইন প্রনয়ণ নাকি বিদ্যমান আইন সংশোধন, জানাবে সাব কমিটি

ই-কমার্স নিয়ে নতুন আইন করা হবে নাকি বিদ্যমান আইন সংশোধন করা হবে এ নিয়ে সাব কমিটি করা হয়েছে। এই কমিটি এক মাসের মধ্যে রিপোর্ট দেয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান।

মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে সচিবালয়ে ডিজিটাল ই-কমার্স আইন ও কর্তৃপক্ষ নিয়ে বৈঠক শেষে ব্রিফ করে একথা জানান তিনি।

সফিকুজ্জামান বলেন, একটি উইং করে চলমান সমস্যা দ্রুত সমাধানে ব্যবস্থা নেয়া যায়। ডিজিটাল কমার্স সেল আছে , এটাকে আরও সক্ষম করা হবে। এই সেলে ডিজিটাল মার্কেটিং বিষয়ে তদারকি করা হবে বলেও জানান তিনি। যে ক্ষতি হয়েছে তা থেকে উত্তরণের চেষ্টা করা হচ্ছে বলেও জানান বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। আইন ও কর্তৃপক্ষ গঠন হলে অনিয়ম কমবে বলেও আশা প্রকাশ করেন। যারা এখনও বিজ্ঞাপন দিচ্ছে তাদের আইন মেনে বিজ্ঞাপন দেয়ার কথা জানান।

Exit mobile version