Site icon Jamuna Television

সুন্দরগঞ্জের উপ-নির্বাচনে জাপা প্রার্থী বিজয়ী

 
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপ-নির্বাচনে ১০৯ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন জাপা প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। লাঙল প্রতীকে তিনি পেয়েছেন ৭৮৯২৬ ভোট। তার নিকটতম আ.লীগ প্রার্থী অাফরুজা বারী (নৌকা) প্রতীকে পেয়েছেন ৬৮৯১৩ ভোট।
মঙ্গলবার রাত ৯টার দিকে সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ চত্ত্বরে ফলাফল প্রকাশের কন্টোল রুম থেকে ফলাফল ঘোষণা করেন রিটানিং কর্মকর্তা জি.এম সাহাতাব উদ্দিন।
এদিকে ফলাফল ঘোষণার আগে ও পরে আওয়ামীলীগ প্রার্থী আফরুজা বারীর কর্মী সমর্থক ও নেতাকর্মীরা জাপার দলীয় কার্যালয় ও নেতাকর্মীদের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করেছে বলে অভিযোগ করেন বিজয়ী প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

 

Exit mobile version