Site icon Jamuna Television

গাছের পাতা ও আংটিতে কাবার ছবি এঁকে রেকর্ড কাশ্মিরি যুবকের

পাতা ও আংটিতে কাবার ছবি এঁকে রেকর্ড। ছবি: সংগৃহীত।

পবিত্র কাবা শরিফের ছবি গাছের পাতায় এবং আংটির উপর এঁকে নতুন রেকর্ড গড়লেন কাশ্মিরের এক যুবক। ২৬ বছরের ওই যুবকের নাম মুদাসির রহমান। তিনি কাশ্মিরের কুলগাম জেলার কুলপোরা গ্রামের বাসিন্দা।

কাবার ছবি এঁকে এশিয়া এবং ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম লিখিয়েছেন মুদাসির। তিনিই কাশ্মীরের প্রথম শিল্পী যিনি এই দুই রেকর্ড গডতে সমর্থ হলেন। যদিও শিল্পী হওয়ার প্রচলিত শিক্ষার সুযোগ পাননি মুদাসির। কিন্তু আঁকার প্রতি তাঁর ভালবাসা এবং আগ্রহ ছিল ছোট থেকেই। সেই আগ্রহ থেকে তৈরি করে নিয়েছেন নিজস্ব আঁকার ধরন।

এ বিষয়ে মুদাসির ভারতীয় এক সংবাদমাধ্যমকে বলেছেন, আমার আঁকার নিজস্ব ধরন আছে। আমি আশপাশে যা খুঁজে পাই তা একেবারেই প্রাকৃতিক।

সামাজিকমাধ্যমের সাহায্যে নিজের শিল্পকলা সকলের সামনে তুলে ধরতে পেরেছেন বলেও জানান তিনি। তবে তার লক্ষ্য সমাজের বিভিন্ন সমস্যা নিজের আঁকায় তুলে ধরা। মাদকাসক্তি, শিশুশ্রমের মতো বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে ভবিষ্যতে কাজ করতে চান মুদাসির।

Exit mobile version