Site icon Jamuna Television

বাসা থেকে নিখোঁজ দুই বান্ধবী ধর্ষণের শিকার, ঢামেকে ভর্তি

ছবি: সংগৃহীত।

ঢাকার মিরপুর পাইকপাড়া এলাকা থেকে অপহৃত দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ১২ ও ১৪ বছর বয়সী ওই দুই কিশোরীকে এরই মধ্যে উদ্ধার করেছে ডিবি মিরপুর জোন। তাদের মধ্যে একজন ৭ম শ্রেণির এবং আরেকজন ৪র্থ শ্রেণির ছাত্রী।

তাদের শারীরিক পরীক্ষার জন্য মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০ টায় বাসা থেকে বের হয় দুই বান্ধবী। এরপর থেকেই নিখোঁজ ছিল তারা। জানা গেছে, ওই দিন বাসা থেকে বের হলে পূর্ব পরিচিত আরমান, সাব্বির, আল-আমিন ও নুরুল্লাহ তাদের জোরপূর্বক তুলে নিয়ে আটকে রেখে ধর্ষণ করে। সোমবার (৪ সেপ্টেম্বর) পুলিশ তাদের উদ্ধার করে।

Exit mobile version