Site icon Jamuna Television

ইতিবাচক গতিতে রফতানি আয়

করোনার ধাক্কা সামলে নিয়ে আগস্টে ইতিবাচক ধারায় এসেছে রফতানি আয়। রফতানি উন্নয়ন ব্যুরোর হালানাগাদ দিচ্ছে এমন তথ্য বলছে। আর সেপ্টেম্বরে এই ধারা আরও ভালো বলেও মন্তব্য তাদের। গত মাসে পণ্য রফতানি রেকর্ড আয় এসেছে ৪১৬ কোটি ডলার যা গত বছরের একই সময়ের চেয়ে ৩৮ শতাংশ বেশি।

রফতানি আয়ে প্রধান ভূমিকা রেখেছে তৈরি পোশাক খাত। হোম টেক্সটাইল, কৃষি ও কৃষিজাত, চামড়া ও চামড়াজাত পণ্য রফতানিতেও বড় সাফল্য এসেছে। জুলাই-সেপ্টেম্বর মোট রফতানি আয়ের ৮২ শতাংশের বেশি এসেছে পোশাক খাত থেকে। প্রবৃদ্ধি হয়েছে সাড়ে ১১ শতাংশ। হোম টেক্সটাইল রফতানিতে আয় হয়েছে ২৭ কোটি ডলার। চামড়াজাত পণ্য রফতানিতে প্রবৃদ্ধির হার সাড়ে ২০ শতাংশ।

কৃষি ও কৃষিজাত পণ্য রফতানিতে বেশ ভালো করেছেন উদ্যোক্তারা। চা, সবজি, ফলমূল, মসলা, শুকনা খাবারসহ অন্যান্য কৃষিপণ্য রফতানি করে আয় হয়েছে ৩৪ কোটি ডলার। অন্যদিকে রফতানি আয়ের লক্ষ্য অর্জন হয়নি পাট ও পাটজাত পণ্যে। গত তিন মাসে এ খাতের আয় কমেছে ৩১ শতাংশ।

Exit mobile version