Site icon Jamuna Television

চলছে বিসিবি নির্বাচন

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।

বুধবার (৬ অক্টোবর) সকাল ১০টায় মিরপুর বিসিবি কার্যালয়ের বোর্ড সভাকক্ষে এই ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৫টা পর্যন্ত। যেখানে ভোট দেবেন ১৭১ কাউন্সিলর। সরকারিভাবে ফলাফল ঘোষণা করা হবে আগামীকাল বৃহস্পতিবার।

২৫ পরিচালক পদের মধ্যে এর মধ্যেই ৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। দুই জন আসবেন জাতীয় ক্রীড়া পরিষদের সংরক্ষিত কোটায়। তাইতো ১৬টি পরিচালক পদের জন্য চলছে ভোট যুদ্ধ। যেখানে প্রার্থী ২৩ জন। সভাপতি পদে নাজমুল হাসান পাপনের কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় প্যানেলভিত্তিক নির্বাচন হচ্ছে না।

Exit mobile version