Site icon Jamuna Television

রাবির ভর্তি পরীক্ষা শেষ হচ্ছে আজ

বি ইউনিটের অধীন বিজনেস স্টাডিজ অনুষদ ও আইবিএর ৮ বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যলয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা।

বুধবার (৬ অক্টোবর) সকাল সাড়ে নয়টা থেকে শুরু হওয়া তিন শিফটের পরীক্ষা চলবে বিকেল চারটা পর্যন্ত। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বি ইউনিটের ৫৬০টি আসনের বিপরীতে ৩৯ হাজার ৮৯৬ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। প্রতিটি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭২ জন।

পরীক্ষার হলে প্রবেশপত্র, পরীক্ষা সংক্রান্ত উপকরণ ও কাগজপত্র ছাড়া সব ধরনের ইলেকট্রনিক যন্ত্র নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। পরীক্ষা চলাকালীন পুরো ক্যাম্পাসজুড়ে নেয়া হয়েছে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

Exit mobile version