Site icon Jamuna Television

বয়স্ক লোক কেনো আপা ডাকবে, নিশ্চয়ই চরিত্রে সমস্যা আছে: বুড়িচংয়ের ইউএনও

কুমিল্লার বুড়িচং উপজেলার নির্বাহী কর্মকর্তা সাবিনা ইয়াসমিন।

বয়স্ক লোক কেনো আমাকে আপা ডাকবে, নিশ্চয়ই তার চরিত্রে সমস্যা আছে বলে মন্তব্য করেছেন কুমিল্লার বুড়িচং উপজেলার নির্বাহী কর্মকর্তা সাবিনা ইয়াসমিন।

আপা সম্বোধনে রেগে গিয়ে এক ব্যবসায়ীকে ‘মা’ ডাকতে বলার অভিযোগ সম্পর্কে তিনি বলেন, উনি এসে আমাকে আপা বলছিল, তাই আমি তাকে বলেছি আপনি আমার বাবার বয়সী, আপা না বলে আমাকে ‘মা’ বলে ডাকুন।

তিনি আরও বলেন, একজন বয়স্ক মানুষ আপা ডাকলে তো হবে না। অবশ্যই এ বিষয়ে আপত্তি আছে। মেয়ে মানুষ ইউএনও দেখেই আপা বলতে হবে কেনো? মেয়েরা তো শুধু আপু না। ইউএনও সাহেব বলুক, ম্যাডাম বলুক তাতে আমার কোনো আপত্তি নেই। বাবার বয়সী লোক আপা ডাকলে অবশ্যই আপত্তি আছে।

জামাল উদ্দিন নামে ভুক্তভোগী ওই ব্যক্তির এ সংক্রান্ত একটি ফেসবুক স্ট্যাটাস ভাইরাল হয়েছে। যেখানে তিনি উল্লেখ করেন, গতকাল বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কাজে যান তিনি। এ সময় নির্বাহী অফিসার সাবিনা ইয়াসমিনকে আপা সম্বোধন করে কথা বলতে গেলে, ইউএনও থামিয়ে দিয় বলেন, আপা নয় ‘মা’ বলে ডাকেন।

ইউএইচ/

Exit mobile version