Site icon Jamuna Television

রংপুরে ছাত্রী ধর্ষণের ঘটনায় যুবকের যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর:

রংপুরে নবম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলায় মেহেদী হাসান রাব্বি নামের এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (৬ অক্টোবর) দুপুরে রংপুর নারী নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক জাবিদ হাসান এই আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রফিক হাসনাইন জানান, রংপুর মহানগরীর চেকপোস্ট এলাকা থেকে ২০১৮ সালের ৭ জুলাই ভুক্তভোগীকে অপহরণ করে নিয়ে যায় মেহেদি হাসান রাব্বি নামের ওই যুবক। এ ঘটনায় ভুক্তভোগীর পিতা বাদি হয়ে তিনদিন পর ১০ জুলাই অপহরণ ও ধর্ষণের অভিযোগ এনে মামলা করেন। একই বছরের ১৯ জুলাই পুলিশ ঢাকা আশুলিয়া থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে। তদন্ত শেষে ২০১৯ সালের ৩১ শে জানুয়ারি দেয়া হয় চার্জশিট। ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ আদালতের বিচারক জাহিদ হাসান রায় দেন। আদেশে ধর্ষণের জন্য যাবজ্জীবন এবং অপহরণের জন্য ১৪ বছরের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও আদেশে মামলার অন্য চার আসামিকে বেকসুর খালাস দেন বিচারক। দণ্ডাদেশপ্রাপ্ত রাব্বি পলাতক আছে।

Exit mobile version