Site icon Jamuna Television

ক্যাম্পাসে ফিরছেন ড. জাফর ইকবাল

ঢাকার সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন জনপ্রিয় লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে আগামীকাল ছাড়পত্র দেয়ার কথা। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পরই তিনি বিমানযোগে সিলেটে ফিরবেন।

তার সঙ্গে বিমানে ফিরবেন পরিবারের চার সদস্য। এজন্য নভোএয়ারের ৪টি টিকিটও ক্রয় করা হয়েছে। সিলেটে ফিরেই তিনি নিজ কর্মস্থল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যাবেন। তাকে হত্যা প্রচেষ্টার ঘটনাস্থল মুক্তমঞ্চে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে দেখা করবেন বুধবার বিকাল ৪টার দিকে। এরপর তিনি শাবি ক্যাম্পাসের বাসাতেই বিশ্রামে থাকবেন।

অধ্যাপক জাফর ইকবালের ব্যক্তিগত সহকারী জয়নুল আবেদিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জাফর ইকবালের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। সেলাই কাটার পর তিনি বিমানযোগে সিলেট আসবেন।

Exit mobile version