Site icon Jamuna Television

জম্মু কাশ্মিরে তিনটি পৃথক হামলায় রসায়নবিদসহ নিহত ৩

এক ঘণ্টার মধ্যে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে তিনটি পৃথক হামলা হয়েছে। এতে প্রাণ হারিয়েছেন বিখ্যাত রসায়নবিদসহ তিন জন। নিহত বাকি দুজনের একজন ফুটপাতের খাবার বিক্রেতা ও অপরজন ট্যাক্সি চালক।

মঙ্গলবার (৫ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে নিজের ফার্মেসিতে গুলিবিদ্ধ হন রসায়নবিদ মাখন লাল বিন্দ্রো। হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এর কিছুক্ষণ পরই শ্রীনগরের লালবাজারে গুলি করে হত্যা করা হয় খাবার বিক্রেতা বীরেন্দর পাশোয়ানকে। তৃতীয় হামলার শিকার হন বান্দিপোরার ট্যাক্সি চালক মোহাম্মদ শফি। অজ্ঞাত দুর্বৃত্তের গুলিতে নিহত হন তিনি।

তিনটি হত্যাকাণ্ডের মধ্যে কোনো সংযোগ আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। জড়িতদের সন্ধানে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

Exit mobile version