Site icon Jamuna Television

রেফারিকে মেরে গ্রেফতার ব্রাজিলের ফুটবলার

ছবি: সংগৃহীত

রেফারিকে মেরে আহত করায় গ্রেফতার হয়েছেন ব্রাজিলের সাও পাওলোর আরএস ক্লাবের ফুটবলার উইলিয়াম রিবেইরো।

ব্রাজিলিয়ান ষষ্ঠ স্তরের একটি ম্যাচে রেফারি ফ্রি কিক দিলে তা মানতে পারেননি এই খেলোয়াড়। হঠাৎ করেই রেফারিকে ধাক্কা মেরে মাথায় আঘাত করতে থাকেন রিবেইরো। সাথে সাথে অজ্ঞান হয়ে পড়েন রেফারি রোদ্রিগো ক্রিভেল্লারো।

এই ঘটনার পর ব্রাজিলিয়ান খেলোয়াড় পালাতে চাইলে তখনই তাকে আটক করে স্থানীয় নিরাপত্তা রক্ষীরা। রিবেইরোর চুক্তি বাতিল করেছেন ক্লাব আরএস। সেই সাথে ক্ষমা চেয়ে রেফারি ক্রিভেল্লারোর দ্রুত সুস্থতা কামনা করেছে ক্লাবটি। রেফারিকে মেরে রিবেইরো এখন কী শাস্তি পাবেন সেটা দেখার অপেক্ষায় আছেন ব্রাজিলসহ গোটা দুনিয়ার ফুটবল সমর্থকরা।

Exit mobile version