Site icon Jamuna Television

শরণার্থীরা যেন জন্ম নিবন্ধন করতে না পারে: তাজুল ইসলাম

শরণার্থীরা কোনোভাবেই যাতে জন্ম নিবন্ধন করতে না পারে সে বিষয়ে মাঠ পর্যায়ের সকলকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।

বুধবার (৬ অক্টোবর) দুপুরে রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য-প্রকৌশল অধিদফতরে ‘জন্ম-মৃত্যু নিবন্ধন’ দিবসের অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, জন্ম- মৃত্যু নিবন্ধনের জন্য রেজিস্টার জেনারেলের অফিস কার্যক্রম আরও শক্তিশালী করতে হবে। ব্যবহার করতে হবে ভালো মানের সফটওয়্যার।

অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম বলেন, কাউন্সিলরদের হাতে জন্ম ও মৃত্যু সনদ প্রদানের ক্ষমতা দিতে হবে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি।

Exit mobile version