Site icon Jamuna Television

রসায়নে নোবেল পেলেন বেঞ্জামিন লিস্ট ও ডেভিড ম্যাকমিলান

ছবি: সংগৃহীত

২০২১ সালে রসায়নে নোবেল পুরষ্কার পেয়েছেন বেঞ্জামিন লিস্ট ও ডেভিড ডব্লিউ.সি. ম্যাকমিলান।

আজ বুধবার (৬ অক্টোবর) রয়াল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্স ২০২১ সালের বিজয়ী হিসেবে এই দুই বিজ্ঞানীর নাম ঘোষণা করে।

অপ্রতিসম অর্গানোক্যাটালিসিস বা অপ্রতিসম জৈব-অনুঘটকের বিকাশ প্রক্রিয়া আবিষ্কারের জন্য পুরস্কার পান এ দুই বিজ্ঞানী। জৈব রসায়নে অনুঘটক কোনো রাসায়নিক বিক্রিয়ার গতিকে নিয়ন্ত্রণ করে থাকে। আর জৈব অনুঘটক রাসায়নিক বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে। জৈব অনুঘটকে কার্বন, হাইড্রোজেন, সালফার এবং জৈব যৌগে পাওয়া যায় এমন কিছু অধাতু থাকে।

বেঞ্জামিন লিস্ট জার্মানির ফ্রাঙ্কফুর্টে ১৯৬৮ সালে জন্ম নেন। তিনি ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউটে একজন অধ্যাপক। আর ১৯৬৮ সালে যুক্তরাজ্যের বেলশিলে জন্ম নেয়া ডেভিড উইলিয়াম ক্রস ম্যাকমিলান বিখ্যাত প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের রসায়নের অধ্যাপক।

এম ই/

Exit mobile version