Site icon Jamuna Television

মাথা ন্যাড়া করে বিজেপি করার প্রায়শ্চিত্ত বিধায়কের!

ত্রিপুরার বিধায়ক আশীস দাস। ছবি: সংগৃহীত

বিজেপির রাজনীতি করাকে পাপের সাথে তুলনা দিয়ে ভারতজুড়ে আলোচনার জন্ম দিয়েছেন ত্রিপুরার বিধায়ক আশীস দাস। শুধু তা-ই নয়, নিজের মাথা ন্যাড়া করে প্রায়শ্চিত্ত করেছেন তিনি। কলকাতার কালীঘাটে গঙ্গাস্নানও করেন নিজের পরিশুদ্ধির জন্য। তার এ কর্মকাণ্ড আলোড়ন তৈরি করেছে ত্রিপুরায়।

মহালয়ার দিনে বুধবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন ত্রিপুরার সুরমা বিধানসভা আসনের এই বিধায়ক। বিজেপিতে যোগদানকে ‘চরম ভুল’ বলে আখ্যা দেন তিনি। কড়া সমালোচনা করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব’র।

২০২৩ সালের নির্বাচনে বিজেপিকে হারানোর আগ পর্যন্ত ন্যাড়া থাকবেন বলেও ঘোষণা দেন। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জয়ের পর ত্রিপুরাতেও নিজেদের শক্তি বাড়ানোর চেষ্টা করছে মমতা ব্যানার্জির দল।

ভারতের বিভিন্ন গণমাধ্যমের বলা হয়েছে, বিজেপির আরও কয়েকজন বিধায়ককে দলে ভেড়ানোর চেষ্টা করছে তৃণমূল।

ইউএইচ/

Exit mobile version