Site icon Jamuna Television

করোনায় কমেছে মৃত্যু, বেড়েছে শনাক্ত

ছবি: প্রতীকী

করোনায় দেশে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি হলো ২৭ হাজার ৬৩৫ জনের। করোনা শনাক্তের হার ২.৮৮ শতাংশ। নমুনা পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ৩৭৬টি। গতকাল শনাক্তের হার ছিল ২.৭৭ শতাংশ।

বুধবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির হিসেব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে আরও ৭০৩ জন। এ নিয়ে মোট করোনা শনাক্ত হলো ১৫ লাখ ৬০ হাজার ১৫৫ জন। একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৮১৭জন। এ নিয়ে মোট সুস্থ হলো ১৫ লাখ ২১ হাজার ১১৩ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঢাকা বিভাগে ৮ জন, চট্টগ্রামে ৮ জন, খুলনায় ২ জন, সিলেটে ১ জন এবং রংপুরে ২ জন মৃত্যুবরণ করেছেন। রাজশাহী, ময়মনসিংহ এবং বরিশাল বিভাগে করোনায় কারো মৃত্যু হয়নি।

উল্লেখ্য, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল গত বছরের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

Exit mobile version