Site icon Jamuna Television

মিথ্যা মামলা করায় বাদী কারাগারে

ছবি: প্রতীকী।

স্টাফ রিপোর্টার, নেত্রকোণা:

নেত্রকোণার মদনে মিথ্যা মামলা করায় বাদী কে কারাগারে প্রেরণ করেছে আদালত।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাতে নিলিমা আক্তার (৩৫) কে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এরপর আদালতে সোপর্দ করলে তাকে কারা পাঠানোর আদেশ দেন আদালত। নিলিমা আক্তার উপজেলার ফতেপুর ইউনিয়নের ফতেপুর পূর্বপাড়া গ্রামের শাহীন মিয়ার স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, প্রতিপক্ষকে ফাঁসাতে বাড়ি ঘর ভাংচুরের অভিযোগ এনে একই গ্রামের ৪ জনকে আসামি করে ২০২১ সালের ১৭ জুন দ্রুত বিচার আইনে থানায় মামলা করেন নিলিমা আক্তার। মামলার তদন্তে ঘটনার কোন সত্যতা পাওয়া যায়নি। মামলার চূড়ান্ত প্রতিবেদন ২০২১ সালের ২৭ জুন আদালতে প্রেরণ করেন তদন্তকারী কর্মকর্তা মদন থানার এস আই মোশারফ হোসেন ফরাজী। পরে আদালত বাদীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করলে মঙ্গলবার নিলিমা আক্তারকে গ্রেফতার করে বুধবার নেত্রকোণা কোর্ট হাজতে প্রেরণ করে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম জানান, দ্রুত বিচার আইনে মিথ্যা মামলা করায় বাদী নিলিমা আক্তারকে গ্রেফতার করা হয়েছে। বুধবার তাকে নেত্রকোণা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

Exit mobile version