Site icon Jamuna Television

মহাকাশে সিনেমার শুটিং করছে রাশিয়া

ছবি: সংগৃহীত।

মহাকাশে সিনেমা তৈরিতে মার্কিন উদ্যোগকে পেছনে ফেলতে এবার শুটিংয়ের জন্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অভিনেত্রী ও পরিচালককে পাঠালো রাশিয়া।

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে জানা যায়, সুইউজ এমএস-১৯ যানে করে কাজাখস্তানের বাইকোনুর কসমোদ্রোম থেকে মহাকাশে যাত্রা করেন রুশ অভিনেত্রী ইউলিয়া পেরেসিলদ এবং পরিচালক ক্লিম শিপেঙ্কো। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) গ্রিনিচ মান সময় দুপুর ১২টা ২২ মিনিটে মহাকাশ স্টেশনে পৌঁছেন তারা।

সেখানে তারা অবস্থান করবেন ১২ দিন। শুটিং করবেন দ্যা চ্যালেঞ্জ নামের একটি সিনেমার। এক মহাকাশচারীকে বাঁচাতে এক নারী চিকিৎসককে পাঠানো হবে পৃথিবী থেকে, এমনটাই সিনেমার কাহিনীতে থাকবে বলে জানিয়েছে রুশ গবেষণা সংস্থা কসকোসমস।

প্রসঙ্গত, গত বছর মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা এবং স্পেস এক্সের মালিক এলন মাস্কের সাথে যৌথভাবে মহাকাশে সিনেমার শুটিংয়ের ঘোষণা দিয়েছিলেন হলিউড অভিনেতা টম ক্রুজ।

Exit mobile version