Site icon Jamuna Television

ফেসবুক শিশুদের জন্য ক্ষতিকর

মার্কিন কংগ্রেসে ফেসবুককে শিশুদের জন্য ক্ষতিকর বললেন ফেসবুকের সাবেক কর্মকর্তা ফ্রান্সিস হগেন।

ফেসবুক শিশুদের জন্য ক্ষতিকারক, ছড়ায় বিভাজন- যা মার্কিন গণতন্ত্রের জন্য বড় হুমকি। মঙ্গলবার, কংগ্রেসের শুনানিতে সামাজিক যোগাযোগ মাধ্যমটির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন ফেসবুকের সাবেক কর্মকর্তা ফ্রান্সিস হগেন।

গত সোমবার (৪ অক্টোবর) বিশ্বব্যাপী ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম প্রায় ৬ ঘণ্টা অচল থাকা নিয়ে চলছে তোলপাড়।

এরমধ্যেই, মার্কিন কংগ্রেসের শুনানিতে বিস্ফোরক তথ্য দিলেন প্রতিষ্ঠানটির সাবেক প্রোডাক্ট ম্যানেজার ফ্রান্সেস হগেন। তার অভিযোগ, ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গ শুধু মুনাফার দিকেই নজর দিচ্ছেন। ফলে, প্ল্যাটফর্মটি শিশুদের ভয়ানক ক্ষতি করার পাশাপাশি আর্থ-সামাজিক বিভাজনকেও উসকে দিচ্ছে।

দীর্ঘ ৫ ঘণ্টার বক্তব্যে, সংস্থাটির নীতি নির্ধারকদের প্রতি তিনি ক্ষোভ প্রকাশ করেন ফেসবুকের সাবেক এ কর্মকর্তা। তিনি বলেন, ক্ষতিকারক দিকগুলো জানা সত্ত্বেও ফেসবুক-ইনস্টাগ্রামকে নিরাপদ করার কোন উদ্যোগ নেই। মার্কিন আইনপ্রণেতাদের এ ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি।

/এসএইচ

Exit mobile version