Site icon Jamuna Television

হেরে গেছেন পাইলট; প্রত্যাশিত জয় পাপন, সুজন, দুর্জয়দের

এসে গেছে বিসিবি নির্বাচনের ফলাফল।

কোনো চমক নেই বিসিবির নির্বাচনে। হেরে গেছেন খালেদ মাসুদ পাইলট। প্রত্যাশিতভাবে জয়ী হয়েছেন পাপন, সুজন, দুর্জয়রা।

ক্যাটাগরি-১ এ ঢাকা বিভাগে বিজয়ী হয়েছেন নাইমুর রহমান দুর্জয় ও তানভীর আহমেদ টিটু। রাজশাহী বিভাগে খালেদ মাসুদ পাইলটকে ৭-২ ভোটে হারিয়ে নির্বাচিত হয়েছেন সাইফুল আলম স্বপন।

ঢাকা বিভাগে ক্লাবগুলোর ক্যাটাগরি-২ এর ১২ পরিচালক পদে নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান পাপন, গাজী গোলাম মূর্তজা, নজিব আহমেদ, মাহবুব উল আনাম, ওবেদ রশিদ নিজাম, মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরি, মোহাম্মদ ইসমাইল হায়দার মল্লিক, মোহাম্মদ এনায়েত হোসেন, ফাহিম সিনহা, ইফতেখার রহমান, মনজুর কাদের এবং মঞ্জুর আলম।

ক্যাটাগরি-৩ এ নাজমুল আবেদিন ফাহিমকে ৩৭-৩ ব্যবধানে পরাজিত করে বিশাল জয় পেয়েছেন খালেদ মাহমুদ সুজন।

Exit mobile version