Site icon Jamuna Television

যে কারণে পাকিস্তানের কোচ হতে চান না ওয়াসিম আকরাম

পাকিস্তানের কোচ হতে চাননা কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম।

গত মাসেই আকস্মিকভাবে পাকিস্তানের হেড কোচের দায়িত্ব ছাড়েন মিসবাহ-উল হক, এতে স্বাভাবিকভাবেই তৈরি হয় আলোচনা-সমালোচনার। এখন আলোচনা চলছে পাকিস্তানের পরবর্তী হেড কোচ কে হতে যাচ্ছেন তা নিয়ে। সম্প্রতি হেড কোচ হিসেবে ওয়াসিম আকরামের নাম আলোচনায় আসলেও আসলে ওয়াসিম চান না কোচ হতে।

পাকিস্তানের কোচ হতে আগ্রহী নন ওয়াসিম আকরাম।  এর কারণ হিসেবে সম্প্রতি এক সাক্ষাৎকারে ওয়াসিম বলেন, পাকিস্তানের কোচরা যে দুর্ব্যবহারের শিকার হন, আমি সেটি সহ্য করতে পারব না।

১৯৯২ সালে বিশ্বকাপজয়ী পাকিস্তান দলের এ সদস্য আরও বলেন, কোচের ওপর অনেক চাপ, তা আমি নিতে পারব না।

সাক্ষাৎকারে ওয়াসিম আকরাম আরও বলেন, আমি বোকা না। সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি কীভাবে কোচ ও সিনিয়রদের নিয়ে বাজে ব্যবহার করা হয়। খেলোয়াড়রাই খেলে। কোচরা কেবল পরিকল্পনা দিয়ে সাহায্য করতে পারে। তাই যদি দল হারে, আমার মনে হয় না কোচরা পুরো দেশের দায়িত্ব নেবে। আমি ক্রিকেট নিয়ে মানুষের উদ্দীপনা ও প্যাশনকে পছন্দ করি। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে তারা যেটা করে, তা আমি পছন্দ করি না। 

/এসএইচ

Exit mobile version