Site icon Jamuna Television

ইসরায়েলের সামরিক ঘাঁটি থেকে ৫০ লাখ ডলারের রকেট, মাইন ও মেশিন গান চুরি

ছবি: সংগৃহীত।

ইসরায়েলের সামরিক ঘাঁটি থেকে এক কোটি ৫০ লাখ ডলার মূল্যের বিভিন্ন অস্ত্র চুরি হওয়ার খবর পাওয়া গেছে। 

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের বরাতে মিডল ইস্ট মনিটর এ খবর জানিয়েছে। চুরি হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে রকেট, রকেট লাঞ্চার, মাইন এবং মেশিন গান।

সরকারি সূত্রের বরাতে ওই প্রতিবেদনে বলা হয়েছে, চুরি হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে অ্যাসল্ট রাইফেল, মেশিন গান, বিভিন্ন ধরণের গ্রেনেড, রকেট লাঞ্চার এবং বিস্ফোরক এবংদেড় লাখেরও বেশি গুলি।

২০১৩ থেকে ২০২০ সালের মধ্যে শত শত বন্দুক, প্রায় ৫০চি ৬ রকেট লাঞ্চার এবং অন্যান্য বহু ধরণের অস্ত্র চুরি হয়েছে। তবে এর জন্য নির্দিষ্টভাবে কাউকে দায়ী করা হয়নি। 

চুরি হওয়া সব অস্ত্রের হিসাব না পাওয়ায় চুরি হওয়া অস্ত্রের প্রকৃত মূল্য অনেক বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Exit mobile version