Site icon Jamuna Television

বুস্টার ডোজের অনুমতি চেয়েছে জনসন

ছবি: সংগৃহীত।

জনসন অ্যান্ড জনসন তাদের করোনার টিকার বুস্টার ডোজের অনুমোদন চেয়ে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) কাছে আবেদন করেছে।

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানা যায়, মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) এফডিএর কাছে এই আবেদন করে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি। অনুমোদন পেলে ১৮ বছরের বেশি বয়সী ব্যক্তিদের এই ডোজ দেয়া হবে।

জনসন অ্যান্ড জনসনের গবেষণা ও উন্নয়ন বিভাগের বৈশ্বিক প্রধান মাথাই মাম্মেন বলেন, যারা আমাদের করোনার টিকার এক ডোজ নিয়েছেন, তাদের বুস্টার ডোজ দিলে শরীরে সুরক্ষার মাত্রা ৯৪ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়।

জনসন অ্যান্ড জনসন বলছে, তাদের টিকার প্রথম ডোজ নেয়ার ছয় মাস পর বুস্টার ডোজ নিলে ইমিউনিটি শক্তিশালী হয়। পরীক্ষায় দেখা গেছে, বুস্টার ডোজ নেয়ার মাত্র ১ সপ্তাহ পর শরীরে অ্যান্টিবডির পরিমাণ ৯ গুণ বৃদ্ধি পায়। ৪ সপ্তাহ পর অ্যান্টিবডির মাত্রা বেড়ে দাঁড়ায় ১২ গুণ। সব বয়সী ব্যক্তির ক্ষেত্রে এই হার একই বলে দেখা গেছে।

এফডিএ জানায়, মডার্নার টিকার বুস্টার ডোজ অনুমোদনের বিষয়ে সংস্থার উপদেষ্টা কমিটির সদস্যরা ১৪ অক্টোবর আলোচনায় বসবেন। এর পরদিন ১৫ অক্টোবর জনসন অ্যান্ড জনসনের বুস্টার ডোজ নিয়ে তারা আলোচনা করবেন।

এফডিএ ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে ৬৫ বছরের বেশি বয়সী ব্যক্তিদের ক্ষেত্রে ফাইজারের করোনার টিকার বুস্টার ডোজ ব্যবহারের অনুমোদন দিয়েছে। একই সাথে দেশটিতে গুরুতর রোগের উচ্চ ঝুঁকিতে থাকা প্রাপ্তবয়স্ক ব্যক্তি ও করোনায় সংক্রমিত হওয়ার উচ্চ ঝুঁকিপূর্ণ কাজে নিযুক্ত ব্যক্তিদের ক্ষেত্রেও এই টিকার বুস্টার ডোজ ব্যবহারের অনুমোদন দেয়া হয়েছে ।

Exit mobile version