Site icon Jamuna Television

আফগানিস্তানে সহায়তার জন্য বিল গেটসকে আহ্বান ইমরান খানের

ছবি: সংগৃহীত।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান মার্কিন ধনকুবের বিল গেটসকে আফগানিস্তানের মানুষদের মানবিক সহায়তা দেয়ার আহ্বান জানিয়েছেন।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এর এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিল গেটসের সাথে এক ফোনালাপে তিনি এই আহ্বান জানান। ইমরান খান বলেন, যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের অর্ধেকের বেশি মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করছে। তাই দেশটিতে জরুরিভিত্তিতে অর্থনৈতিক সহায়তা প্রয়োজন।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়, আফগানিস্তানের বর্তমান স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে দুই নেতা উদ্বেগ প্রকাশ করেছেন। পাশাপাশি আফগানিস্তান এবং পাকিস্তানের পোলিও মহামারি নিয়েও আলোচনা করেন তারা।

Exit mobile version